Shopify Developer হিসেবে যে Modern Tools গুলো ইউজ করবেন

  • author-image

    Farid Rony

  • blog-comment 1 comment
  • created-date 14 Apr, 2025
blog-thumbnail

Shopify theme development নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো মডার্ন টুলস ব্যবহার করা জানতে হবে।  এই টুলসগুলোর মাধ্যমে আপনার কাজ হবে আরও organized, efficient, এবং professional।

নিচে  Shopify theme development কাজের tools গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো প্রতিটি Shopify Developer-এর জানা থাকা দরকার।

Shopify CLI (Command Line Interface)

Shopify CLI  হলো Shopify এর official developer tool যা দিয়ে আপনি Local machine-এ theme edit, preview এবং push/pull করতে পারবেন আপনার store এর সাথে।

Shopify CLI দিয়ে যে কাজগুলো করতে পারবেন:

>> Local environment থেকে theme serve করে লাইভ প্রিভিউ দেখা

>> নতুন theme, section, বা app scaffold করা

>> Theme Pull ও Push করা Git-এর মতো করে

>> Version Control friendly workflow তৈরি করা

GitHub Integration

Shopify এর সাথে  GitHub Integration করেও কাজটাকে আরো সহজ করে করতে পারেন।

কেন ব্যবহার করবেন GitHub Integration:

>> Theme code version control রাখা যায়

>> Multiple developer একসাথে কাজ করতে পারে conflict ছাড়া

>> Automated deployment system ব্যবহার করা যায়

>> Client এর জন্য professional workflow setup করা যায়

 

Shopify Theme Check 

Shopify CLI এর সাথে আসে একটি linting tool —  Theme Check , যেটা আপনার কোডের মধ্যে common mistake, deprecated code বা performance issue detect করে।

Theme Check দিয়ে:

>> Liquid syntax ভুল ধরতে পারবে

>> Best practice অনুসরণ করতে সাহায্য করে

>> Maintainable ও Clean code লেখায় অভ্যস্ত করে

 

Shopify Git Repos / Dawn Starter Theme

Shopify এর Dawn Theme এখন modern development এর base হিসেবে widely use হয়। এটা GitHub-এ host করা হয় এবং regularly update করা হয়।

Why Dawn? 

>> Shopify OS 2.0 compatible

>> Built with clean, modular Liquid + modern CSS

>> Ideal for building custom themes

Theme Access Shopify  অ্যাপ – ডেভেলপারদের জন্য Shopify থিম অ্যাক্সেস আরও সহজ ও সিকিউর 

Shopify Store Owner হিসেবে আপনি যদি আপনার theme developer বা agency কে থিম customize করার অনুমতি দিতে চান, কিন্তু পুরো store access দিতে না চান — তাহলে Theme Access অ্যাপটি  হচ্ছে ভালো একটা সলিউশন ।

author_photo
Farid Rony

Shopify, Landing Page, Liquid Template, Shopify Theme Development, Front End Design, Wordpress

আমি একজন Top Rated Plus Shopify Expert যার ৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে Shopify Theme Development, Custom Landing Page Design, এবং Store Setup-এ। এখন পর্যন্ত আমি ৪০০+ ল্যান্ডিং পেজ ও ২০০+ Shopify Store সফলভাবে তৈরি করেছি।



Shopify-তে আমার দক্ষতা শুধু কোডিং বা ডিজাইনে সীমাবদ্ধ নয়—আমি ব্র্যান্ড বুঝে, কনভার্সন ফোকাস করে কাজ করি। Liquid, JavaScript, CSS, HTML সহ বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আমি ক্লায়েন্টদের জন্য modern, fast এবং user-friendly স্টোর তৈরি করি।



এছাড়াও আমি একজন গর্বিত Mentor, যার শেখানো হয়েছে ৫০০০+ শিক্ষার্থীকে Shopify, WordPress ও Front-End Design-এর স্কিল। PageFly, GemPages, Shogun এর মতো Page Builders এবং Figma, Invision, Sketch এর ডিজাইন ফাইল থেকে থিম ডেভেলপমেন্টে আমার দক্ষতা রয়েছে।



ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় ব্র্যান্ড — আমি সকল ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টম সল্যুশন দিয়ে থাকি।

1 comment

commentator-photo
Emrun Webbee

20 Jun, 2025 at 05:38 AM

very informative Post